রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে প্রথম বারের মতো শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কবি হেয়াত মামুদ ভবনে অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে ২১ সদস্য বিশিষ্ট শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোট ২১টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নির্বাচনে ২৬৯ ভোটের মধ্যে ১৬২ ভোট পেয়ে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ১২তম ব্যাচের মেহেদী হাসান এবং ১৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন ১৩তম ব্যাচের মেহেদি হাসান।
নির্বাচনে জয়ী অন্যান্যরা হলেন, যুগ্ম সম্পাদক এস এম ফাহিম মুনতাসির ফিজু, কোষাধ্যক্ষ সাব্বির হোসেন, নাটক চলচ্চিত্র প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুজ্জামান খাশনবীশ সৌরভ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শিপন চন্দ্র তালুকদার, শিক্ষা গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক আরজিত ইসলাম, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক নূরনবী হোসেন, ভাষা ও পাঠাগার বিষয় সম্পাদক হাবিবুর রহমান, সমাজ ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, বিতর্ক বিষয়ক সম্পাদক সামিরা হক ইরা, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিশাত তানজিম।
কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, মেহেদী হাসান সাগর নাজমুল হক, সাজু, লাবিব হাসান রাব্বি ।
ভিপি মেহেদী হাসান বলেন, অর্থনীতি বিভাগ হলো বেরোবির ইতিহাসে অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। অর্থনীতি শিক্ষার্থী সংসদ নির্বাচন হলো বিভাগের ইতিহাসে প্রথম নির্বাচন। আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশন ও বিভাগ সংশ্লিষ্ট সকল কে এমন সুন্দর নির্বাচন আয়োজনের জন্য। আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, বিভাগের সকল কে সাথে নিয়ে একসাথে চমৎকার কিছু কাজ উপহার দিতে চাই। এই বিজয় শুধু আমার নয়, এটি অর্থনীতি বিভাগের প্রতিটি শিক্ষার্থীর। আমি আপনাদের বিশ্বাস ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে নিরলসভাবে কাজ করতে চাই। শিক্ষার্থীদের একাডেমিক, ক্যারিয়ার ও সার্বিক উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করবো।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC