বেনারসি বিকিনি পরে বিয়ে করছেন ভারতের লখনউয়ের এক তরুণী বিকিনি পড়ে বিয়ে করেছেন দাবিতে সম্প্রতি এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় ছড়ান ওই ছবিতে একজননারীকে বিয়ের মণ্ডপে হাতে চুড়ি, মাথায় ওড়নার পাশাপাশি হলুদ রঙের বিকিনি পরে পাঞ্জাবি পরা এক ছেলের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি পোস্ট করে অনেক ইন্টারনেট ব্যবহারকারীই 'পাত্রীর' এমন আচরণের সমালোচনা, কটাক্ষ করতেও ভুলেনি।
কারও মতে বিকিনি পরে বিয়ে করে তরুণী ভেঙে ফেলেছেন সমস্ত প্রথা, কেউ বলছেন বিয়ে করার সময় এমন পোশাক শালীন নয়।
কিন্তু ছবিটি কি আদৌ সত্যি? এই ছবি রাইজিং কুমিল্লা ফ্যাক্টচেক করে দেখে ভাইরাল ছবিটি আসলে কাল্পনিক। বাস্তব কোনও দৃশ্য তাতে দেখতে পাওয়া যায়নি। কৃত্তিম বুদ্ধিমত্তা শনাক্তকারী সফটওয়্যার ব্যবহার করে আমরা নিশ্চিত হই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC