জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প কাল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প কাল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প কাল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামীকাল (১৫ জানুয়ারি) সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রুগি দেখবেন রংপুর মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ও বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন।

এছাড়াও ফ্রি মেডিকেল সেবায় ডায়াবেটিস, রক্তচাপ ও বিএমআই নির্ণয়,শনাক্তকৃত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীকে নিবন্ধনের মাধ্যমে চিকিৎসা ও চিকিৎসা সম্বলিত বই প্রদান করা হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর জন্য এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি। এর আগে নোটিশ আকারে বিভাগ গুলোতে পাঠানো হয়েছে।