
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ১০ দিনের দীর্ঘ ছুটি। সেই হিসেবে আজ বুধবার (৪ জুন) ছিল তাদের শেষ কর্মদিবস। ছুটির এই দীর্ঘ সময়ে সরকারি চাকরিজীবীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।
এর আগে গত ৬ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে, ঈদের আগে সাপ্তাহিক ছুটির দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সরকারি অফিস খোলা ছিল। এর ফলে, এবারের ঈদুল আজহায় গত ঈদুল ফিতরের (২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল) চেয়েও একদিন বেশি, অর্থাৎ টানা দশ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে, ঈদের দীর্ঘ ছুটি শুরু হওয়ার আগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। বাস, লঞ্চ ও ট্রেন টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই ছুটে চলেছেন নিজ নিজ গন্তব্যে।
ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আজ বুধবার (৪ জুন) থেকে শুরু করেছে তাদের বিশেষ ঈদ সার্ভিস। এই স্পেশাল সার্ভিস আগামী ১৪ জুন পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।