নভেম্বর ১৪, ২০২৪

বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪

বৃষ্টি কমে গরম পড়বে কবে থেকে, যা বলছে আবহাওয়া অফিস

Hot Summer
ছবি: সংগৃহীত

দেশজুড়ে প্রায় টানা চার দিন বৃষ্টি ঝড়েছে। গতকাল থেকে বৃষ্টির তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (৬ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে, ১৬৪ মিলমিটার। আর রাজধানীতে বৃষ্টি হয় ৩০ মিলিমিটার।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, মাসের শুরু থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা অনেকটাই কমে এসেছে। শুক্রবার থেকে তা আরও কমে যেতে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, আগামী শনিবার থেকে বৃষ্টি কমে আসার পর গরম বাড়তে পারে। আগামী মঙ্গলবারের (১৫ অক্টোবর) পর থেকে গরম আরও বাড়তে পারে।