আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, গরম আরও বাড়তে পারে। গত শনিবার (৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত দুদিন ধরে সারাদেশ বৃষ্টি নেই। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ১৩ অথবা ১৪ এপ্রিলের আগে বড় মাত্রার ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।