ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা পরী মণি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকেন। প্রায় সময়ই ছেলে-মেয়ে কিংবা নিজের ছবি, ভিডিও দিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।
টানা কয়েক দিনের বৃষ্টিতে কখনও বেলি ফুল কখনও বা দোলনচাঁপা হাতে নিয়ে হাজির হতে দেখা যায় তাকে। কখনও আবার বৃষ্টিতে ভিজে প্রকৃতিও উপভোগ করেন তিনি।
গত ৪ অক্টোবর মধ্যরাতে ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আহা সেই স্বাদ বৃষ্টি আর হাঁসের মাংস দারুন জমবে।’
এদিকে রান্নার ভিডিওটি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে যায় চিত্রনায়িকার কমেন্টস বক্সে। একজন লিখেছেন, ‘বৃষ্টি মুখর আবহাওয়া’। আরেক ভক্ত লেখেন, ‘বাহ অসাধারণ সুন্দর পরী। বৃষ্টির দিনের সেরা রান্না।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC