শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নত হতে পারে না। একটি শিক্ষিত জাতি একটি দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারে। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ অগ্রণী ভূমিকা পালন করছে। এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মানুষ গড়ার কারিগর। এই কলেজের শিক্ষার্থীরা আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় চাকুরি করছে। এই জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ একমাত্র শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত।
শনিবার (২১ জুন) সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সাহেবাবাদ ডিগ্রি কলেজে এইচএসসি, বিএমটি ও ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আগামীদিনের বাংলাদেশ হবে সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ। সেজন্য আগামীতে সঠিক নের্তৃত্বকে বেছে নিতে হবে। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহবুবুর রশিদ, কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল মতিন, বিদ্যুৎসাহী সদস্য মাহবুবুর রহমান ভূঁইয়া (দিদার)। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ মো. মুমিনুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এনায়েত করিম ভূইঁয়া, বিএনপি নেতা এম. হাছান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউছুফ বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাছান ভূইঁয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
এবছর সর্বমোট ২৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। সবশেষে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল মতিন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC