
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন বলেছেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য অনেক শিল্পকারখানা দরকার। এখানে বেকার তরুণদের সংখ্যা অনেক বেশি।
তিনি আরও বলেন, এখানে শিক্ষিত তরুণরা দেশের বিভিন্ন জায়গায় চাকুরি করে। কিন্তু যদি কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং-ব্রাহ্মণপাড়া ফোর লেনে উন্নীত করা যায় তাহলে এখানে অনেক শিল্পকারখানা গড়ে উঠবে। যদি শিল্পকারখানা গড়ে উঠে তাহলে বেকারত্বের হার কমবে। মানবসম্পদ উন্নয়ন বাড়বে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দুটি উপজেলা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলায় রুপান্তরিত হবে।
রবিবার (২৭ এপ্রিল) সকালে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডক্টর এডভোকেট মোবারক হোসাইন আরো বলেন, একটি দেশকে উন্নত করতে হলে বেকারত্ব দূর করতে হবে। আর বেকারত্ব দূর করতে হলে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। এসময় তিনি কুমিল্লা-সিলেট মহাসড়ক ফোর লেন করার দাবী জানান।