কুমিল্লার বুড়িচং উপজেলায় আজ শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে আল আমিন (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের বাসিন্দা এবং রোমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনের বেশ কয়েকটি বস্তা নিয়ে বুড়িচং বাজারের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি একটি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং চালক আল আমিনকে অটোরিকশার নিচ থেকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অতিরিক্ত মালামালের কারণে তাকে উদ্ধার করতে বেশ সময় লেগে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, অটোরিকশটিতে অতিরিক্ত পণ্য বোঝাই করার কারণেই সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
ওসি আজিজুল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC