জুলাই ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ জুলাই, ২০২৫

বুড়িচংয়ে টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে একটি মুদি দোকানে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিককে জরিমানাও করা হয়েছে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন আজ বুধবার (২ জুলাই) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের ব্যবসায়ী কাউসারের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৭৯টি কার্টুনে রাখা মোট ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

ইউএনও আরও জানান, সরকারি পণ্য অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ব্যবসায়ী কাউসারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত তেল সরকারি নিয়ম অনুযায়ী বিতরণের প্রক্রিয়া চলছে।

তেলগুলো কোথা থেকে এসেছে এবং কোন ডিলারের বরাদ্দ থেকে সরিয়ে মজুত করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যবসায়ী কাউসার দাবি করেছেন, তিনি কুমিল্লার আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে এই তেলগুলো কিনে নিজের দোকানে বিক্রির জন্য মজুত করেছিলেন।

আরও পড়ুন