
কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা ড্রেজার মেশিনটি অকেজো করে দেওয়া হয়।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বুড়িচং থানার পুলিশ সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযানটি চালানো হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও তানভীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “অবৈধভাবে মাটি উত্তোলন নদী-নালা এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।” তিনি আরও জানান, এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ড্রেজার ব্যবহার করে মাটি কাটা হচ্ছিল। এর ফলে ফসলি জমি, বসতভিটা ও গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।