
কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৪ বোতল ভারতীয় স্কফ সিরাপ এবং ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন কুমিল্লা কোতোয়ালি থানার মহেশপুর গ্রামের মোহাম্মদ জুয়েল এবং একই থানার শিমড়া (বড়বাড়ি) গ্রামের মো. রাকিব মিয়া।
মঙ্গলবার (২৭ মে) রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বুড়িচং থানার একটি পুলিশ দল উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা এলাকায় সড়কের পাশে একটি চেকপোস্ট স্থাপন করে।
এসময় সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে আটক করে পুলিশ। রিকশা দুটিতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হলেও, সিএনজিতে থাকা আরও একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে অটো ও সিএনজির ভেতর থেকে ৯৪ বোতল ভারতীয় স্কফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এই ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা এবং সিএনজি দুটিও জব্দ করে থানায় আনা হয়েছে।