বিসিএস পরীক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব ঠিক থাকলে ৪৭তম বিসিএস থেকেই কমে যাবে এ পরীক্ষার আবেদন ফি। নেমে আসবে অর্ধেকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
নির্ধারিত আবেন ফি কমিয়ে ৩৫০ টাকা করা হয়েছে প্রস্তাবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে এ ফি কার্যকর হতে পারে।
সোমবার (২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিগগিরই এটি কার্যকর হবে।
এর আগে, গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পিএসসি সেই ফি কমানোর ঘোষণা দেয়।
ঘোষণায় পিএসসি উল্লেখ করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেয়া হবে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তার আগেই পিএসসির প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।
৪৭তম বিসিএসে তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এরমধ্যে তিন হাজার ৪৮৭ জন ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ পাবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC