
ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা ‘কিউডেঙ্গা’র অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাথমিক পর্যায়ে এই টিকা ৬ থেকে ১৬ বছর বয়সীদের জন্য ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিলে কিউডেঙ্গা নামের ভ্যাকসিনটি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং উচ্চ সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস এমন ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য এই ভ্যাকসিন চালু করা হবে।
ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা বিশ্বব্যাপী, বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলোতে ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই।
এ বিষয়ে জাপানি সংবাদমাধ্যম নিপ্পন ডটকমের প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধী টিকাটি তৈরি করেছে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তারা এর নাম দিয়েছে “কিউডেঙ্গা”।
প্রতিবেদনে বলা হয়, দুই ডোজের এই কিউডেঙ্গা টিকাটি সেরোটাইপ ২ ভেরিয়েন্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এখানে অন্য তিনটি ধরনের উপাদানও যুক্ত রয়েছে। ডোমিনিকান রিপাবলিক, পানামা এবং ফিলিপাইনে ১ হাজার ৮০০ জন তরুণ-তরুণীর ওপর এই টিকার পরীক্ষা চালানো হয়েছে। গবেষণার ফলাফল বলছে, টিকাটি নেয়ার পর ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধে কমপক্ষে চার বছর সুরক্ষা দেয়।
এদিকে বাংলাদেশে আইসিডিডিআরবির সহায়তায় ‘টিভি০০৫’ নামে একটি ডেঙ্গু টিকার ক্লিনিক্যাল পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। এই পরীক্ষার প্রথম দুই ধাপে তারা সফলতা পেয়েছে। তৃতীয় ধাপের পরীক্ষা সফল হলে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।