মার্চ ২২, ২০২৫

শনিবার ২২ মার্চ, ২০২৫

বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে: ড. এডভোকেট মোবারক হোসাইন

Rising Cumilla - The Muslim world must unite and protect Palestine - Dr. Advocate Mubarak Hossain
ছবি: প্রতিনিধি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন (হামাসের) সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেই গাজায় ইসরায়েলি বাহিনীর আবারো গণহত্যা শুরু করেছে। মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে (১৮ মার্চ) গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৫ শতাধিক লোককে হত্যা করেছে। রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরাইলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা। যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক। অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে সেখানকার মুসলমানদের অধিকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিয়ে তার সুরক্ষাও নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রয়োজন হলে আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে।

শুক্রবার (২১ মার্চ) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। তিনি অবিলম্বে ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এতে চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা কবির আহাম্মদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর পরিচালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।

এসময় ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান।