সিউল, দক্ষিণ কোরিয়া - গত ৩১ জুলাই ২০২৪ তারিখে, বিশ্ব পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের (ডব্লিউপিটিএফ) সাথে এফিলিয়েশন নিবন্ধন, অ্যাথলেট ট্রেনিং উন্নয়ন, কোচেস এডুকেশন, লজিস্টিক সাপোর্ট এবং অলিম্পিকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরিতে সহযোগিতা করার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রায় ২ ঘণ্টাব্যাপী এই ফলপ্রসূ সভাটি ডব্লিউপিটিএফ সদর দপ্তরে প্রেসিডেন্ট সিউং হো বাং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এ কে এম রফিকুল ইসলাম ও মোঃ মোহাম্মদ আব্দুল মান্নান এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপি এর তায়কোয়ানদো কোচ জনাব মোঃ রাশিদুল হাসান।
সভায় উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। সভার পরিপ্রেক্ষিতে ডব্লিউপিটিএফ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে এ কে এম রফিকুল ইসলাম ও মোঃ আব্দুল মান্নান এবং জনাব মো: রাশিদুল হাসান টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
উল্লেখ্য, এই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশে তায়কোয়ানদো খেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতা আয়োজন ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC