জীবনে ট্রেনে চড়েননি এমন মানুষ কম বললেই চলে। কোনও ট্রেনের যাত্রা শেষ করতে করতে প্রায় ৩ দিন লেগে যায়, আবার কোনও ট্রেন ২৪ ঘণ্টাতেই যাত্রা শেষ করে। আবার লোকাল ট্রেন যাত্রা সীমাবদ্ধ থাকে কয়েক ঘণ্টায়। তবে এত ছোট ট্রেনের কথা কেউ কখনও শুনেছেন?
এটি একটি মিনি ট্রেন, যা ন্যারোগেজ রেলের মতো চলে। কারণ এই ট্রেনের রুট অনেকটা খাড়া ঢালের মতো। এটি ১ মিনিটেরও কম সময়ে যাত্রা শেষ করে। এই ট্রেনে অলিভেট এবং সিনাই নামে দুটি বগি রয়েছে, যা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষকে নামিয়ে দেয়।
জানা গেছে, লস অ্যাঞ্জেলসের দুটি জায়গা থেকে এই ট্রেন চালানো হয়। এই ট্রেনে মাত্র দুটি বগি রয়েছে, তাই এই ট্রেনের কর্মীর সংখ্যাও অনেক কম। এই ট্রেনটি, হিল স্ট্রিট এবং অলিভ স্ট্রিটকে লস অ্যাঞ্জেলেসের তৃতীয় রাস্তার টানেলের সঙ্গে সংযুক্ত করে। ১৯০১ থেকে ১৯৬৯ সাল একটানা পর্যন্ত চলেছিল এই ট্রেন।
১৯০১ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বন্ধু কর্নেল জেডব্লু এডি এই ট্রেন চালু করেছিলেন। এই রেল কোচ ৩৩ ডিগ্রি ঢালে উঠতে পারে। এই ট্রেনকে বলা হয় অ্যাঞ্জেলস ফ্লাইট। এই ট্রেনকে নিয়ে একটি প্রতিবেদন বলা হয়েছিল যে, চালু হওয়ার পর প্রথম ৫০ বছরে ১০ কোটিরও বেশি যাত্রীকে তাদের গন্তব্যে নিয়ে গিয়েছে।
অ্যাঞ্জেলস ফ্লাইট ট্রেনটি যখন অলিভ স্ট্রিট স্টেশনে পৌঁছায় তখন সেখান থেকে একটি ঢালু জায়গায় ট্রেনটিকে টানা হয়, কিন্তু যখন ট্রেনটি নেমে যায়, তখন কোচগুলি কেবল মাধ্যাকর্ষণের ওপর নির্ভর করে এগোয়।
বিশ্বের সবচেয়ে ছোট ট্রেনটি বেশ কয়েকবার বন্ধ হয়ে গিয়েছে। ২০০১ সালে একটি বড় দুর্ঘটনা ঘটে। এরপর ২০১০ পর্যন্ত বন্ধ ছিল ট্রেন। ২০১৩ সালে একটি কোচ লাইনচ্যুত হয়। এরপর আবার ২০১৭ সাল পর্যন্ত বন্ধ ছিল। এটি পুনরায় চালু করা হয়েছে এবং এখন শহরটিতে আসা পর্যটকদের জন্য চালানো হয় এটি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC