ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নেদারল্যান্ডস

South Africa vs Netherlands
দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এই ম্যাচ জিতলে ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে প্রোটিয়ারা।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ধর্মশালায় মুখোমুখি হবে দুইদল। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে প্রোটিয়ারা দুটিতেই জয় তুলে নিয়েছে। অন্য দিকে এখনও জয়ের দেখা পায়নি ডাচ বাহিনী।

শক্তির বিচারে দুই দলের পার্থক্যটা যোজন যোজন। ওয়ানডেতে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি নেদারল্যান্ডস। তবে সবাইকে চমকে দিয়ে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের হারিয়ে দিয়েছিল ডাচরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাভুমা তাই প্রতিপক্ষকে পূর্ণ সম্মান দেয়ার কথাই জানালেন।

বাভুমা জানান, আমরা কাউকেই ছোট করে দেখি না। গতবারের হারটা ছিল টি-টোয়েন্টিতে, এবারের ম্যাচ ওয়ানডে। দুই ফরম্যাট একদমই আলাদা। আমরা বেশ আত্মবিশ্বাসী। তবে আমরা প্রতিপক্ষকে সম্মান করি, সেটি নেদারল্যান্ডসই হোক কিংবা যেই হোক। অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে যে মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলাম, এবারও সেটা নিয়েই নামব।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের হারের ভূত পিছু নেবে না দলের, এমনটাই বিশ্বাস বাভুমার, নেদারল্যান্ডস প্রাপ্য সম্মানটা পাবে। শেষবার আমরা তাদের কাছে হেরেছিলাম— এটি ঠিক। কিন্তু আমার মনে হয় না সেটি এই ম্যাচে প্রভাব ফেলবে। আমরা নিজেদের সেরাটাই দেবো।

এদিকে নেদারল্যান্ডসের কোচ রায়ান কুকও এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী। বিশেষ করে দলটিতে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার থাকাকে দলের জন্য বাড়তি পাওনা মনে করছেন তিনি।