ব্যাট হাতে বড় ধরনের সুবিধা করতে না পারলেও বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। ঠিক পথে থাকা স্কটিশদের হঠাৎ-ই দিক ভুলিয়ে দিয়ে অসাধারণ এক জয় তুলে নিলো বাংলাদেশ।
বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ায় চলমান বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয়ে পরের পর্ব তথা বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে বাংলাদেশ।
তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠলো তারা। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। সুপার সিক্স নিশ্চিত করা অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে, আরও একটি ম্যাচ আছে তাদের। আসর থেকে বিদায় নিলো স্কটল্যান্ড ও নেপাল।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার, আফিয়া আসিমা, জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছয়ার ব্যাটে ৯ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ। এই চার জনের বাইরে তাদের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।
জবাবে তাড়ায় পিপ্পা স্প্রাউল, অধিনায়ক নিয়াম মুইরের লড়াইয়ের পরও ৮ উইকেটে ১০৩ রানে থামে স্কটল্যান্ড। ম্যাচসেরা আনিসা আক্তার সোবার বাধাতেই শেষ দিকে সুবিধা করতে পারেনি স্কটিশরা, শেষ ৩৪ রানে ৬ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন পিপ্পা। দারুণ ব্যাটিং করা স্কটিশ টপ অর্ডার এই ব্যাটার ৪১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করেন। এমা ওয়ালসিংহাম ১১ ও নিয়াম ২২ রান করেন। ১০ জনের মধ্যে কেবল এই তিনজনই দুই অঙ্কের রান করতে পেরেছেন।
ম্যাচসেরা সোবা ৪ ওভারে ২৫ রানে ৪টি উইকেট নেন। একটি করে উইকেট পান নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশকে শেষ দিকে পথ দেখান সুমাইয়া, মূলত তার ব্যাটেই ১২০ রানে পৌঁছায় দল।
বাংলাদেশ অধিনায়ক ৩৬ বলে ২টি চারে অপরাজিত ২৮ রান করেন। ফাহোমিদা ১৪, জুয়াইরিয়া ২০ ও আফিয়া ২১ রান করেন। স্কটল্যান্ডে নায়মা ও মেইজি ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান ফন্টেনলা, অ্যামি ও কৃষ্টি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC