অক্টোবর বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে ভারত। লেজার শো আর আতশবাজির ঝলকানিতে ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তুলে ধরা হবে স্বাগতিক দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমৃদ্ধ ইতিহাস।
জানা যায়, অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবান। সঙ্গে রয়েছেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে।
অনুষ্ঠান মাতাবেন রণবীর সিং এবং তামান্না ভাটিয়া। এর আগে বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করেছেন রণবীর।
বিশ্বকাপের প্রথম ম্যাচের টিকিট দিয়েই মাঠে গিয়ে উপভোগ করা যাবে এ অনুষ্ঠান। অনুষ্ঠান সফলভাবে আয়োজনে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে চলছে জোর প্রস্তুতি।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ৫ অক্টোবর শুরু হবে আসন্ন বিশ্বকাপের মাঠের লড়াই
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করবেন একঝাঁক তারকা।
এ দিনটিকে তাই বলা হচ্ছে ‘ক্যাপ্টেনস ডে’।অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি আইসিসি। অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিসিসিআই ও আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি থাকবেন দশ দলের অধিনায়ক।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC