বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক বিশাল দাদলানি হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি নিজেই হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে অনুরাগীদের জানিয়েছেন। তবে কিছুতেই জানাতে চাননি, তার হাসপাতালে ভর্তির কারণ।
ইনস্টাগ্রামে বিশাল একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। সেই ছবি পোস্ট করে বিশাল লিখলেন, "আমার কী হয়েছে জানতে চাইবেন না। এটা ভুল প্রশ্ন। বরং আমাকে জিজ্ঞাসা করুন অভিজ্ঞতাটা কেমন? আমি বলব দারুণ। ভয়ে বাঁচি কেন? ভালোভাবে বেঁচো থাকো বন্ধুরা।"
বিশাল দাদলানি বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। তিনি "করণ অর্জুন", "মন্দির", "কাইটস", "জোধা আকবর", "প্রেম রতন ধন পায়ো", "বজরঙ্গি ভাইজান"সহ একাধিক জনপ্রিয় সিনেমার গান পরিচালনা করেছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC