জানুয়ারি ৭, ২০২৫

মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৫

বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোয় দুই হাজার টাকা জরিমানা

2 thousand rupees fine for playing loud music in wedding house
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার শহরের মাঠপাড়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশ বিষয়ক স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

এ সময় তাদের উচ্চশব্দে গান বাজানো বন্ধ করে কম শব্দে গান বাজানোর নির্দেশ দেন। তাছাড়া ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন যা অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী এই দণ্ড আরোপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন বলেন, উচ্চশব্দে গান বাজানোয় পরিবেশের স্পেশাল বিচারক মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।