
নিজস্ব প্রতিবেদক
বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশের সকল নাগরিক যাতে এই ডিজিটাল ব্যবস্থার সুবিধা পান, তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারীদের পক্ষে আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট তানজিলা রহমান।
এর আগে ২০ নভেম্বর বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।
২০২১ সালের ৪ মার্চ বিয়ে ও তালাক নিবন্ধন প্রক্রিয়ায় প্রতারণা ঠেকানো এবং পারিবারিক মর্যাদা সুরক্ষার দাবি জানিয়ে চার ভুক্তভোগীর পক্ষে রিট দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। রিটে উল্লেখ করা হয়, বিয়ে ও তালাকের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা গেলে প্রতারণা কমবে এবং নাগরিকদের অধিকার আরও ভালভাবে সুরক্ষিত হবে।
রিটের পর ২০২১ সালের ২২ মার্চ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ রুল জারি করে জানতে চান—বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য কেন্দ্রীয় একটি ওয়েবসাইট কেন তৈরি করা হবে না। আজ সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্ট ডিজিটালাইজেশনের নির্দেশ দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC