
বিনোদন ডেস্ক
দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে নতুন কোনো কাজে দেখা যাচ্ছিল না জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান-কে। সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিত থাকলেও তার কাজের অনুপস্থিতি দীর্ঘ সময় ধরে চোখে পড়ছিল নেটিজেনদের। এমনও শোনা যাচ্ছিল, আপাতত কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি।
এই আবহেই আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে যুগলবন্দী কিছু ছবি প্রকাশ করে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দেন আরিয়ান।
ছবিতে দেখা যায়—হাস্যোজ্জ্বল নির্মাতার বাহুবন্দি কনের সাজে এক তরুণী, আর নিজে বর বেশে উপস্থিত আরিয়ান। এক লাইনের ক্যাপশনে তিনি লেখেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।”
ছবি প্রকাশের পর অনুসারীদের বুঝতে আর বাকি থাকে না—নতুন জীবনে পা রেখেছেন এই নির্মাতা। অল্প সময়ের মধ্যেই পোস্টটির মন্তব্যের ঘর ভরে ওঠে শুভেচ্ছা ও অভিনন্দনে। সেখানে অভিনন্দন জানাতে দেখা যায় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, দীপা খনদকারসহ বিনোদন অঙ্গনের আরও অনেক পরিচিত মুখকে।
বিষয়টি নিশ্চিত জানতে যোগাযোগ করা হলে হোয়াটসঅ্যাপে এক ক্ষুদে গণমাধ্যমকে-কে আরিয়ান জানান, আজ ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রীর নাম তাহসিন তামান্না।
এ বিষয়ে আরিয়ান বলেন, তাহসিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। তাদের পরিচয় প্রায় সাত বছরের। তিনি আরও জানান, ইনশাআল্লাহ ঈদুল ফিতরের পর আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC