ফেব্রুয়ারি ২১, ২০২৫

শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫

‘বিয়ে করলেই তো সবশেষ’

Puja Cherry Roy

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি, ইতোমধ্যেই ডজনখানেক ছবি উপহার দিয়ে দর্শকের মন জয় করেছেন। এখন কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এরপরও তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে হালের এ নায়িকা প্রেম ও বিয়ের প্রশ্নে জানালেন- এখনই বিয়ে নিয়ে ভাবছেন না তিনি।

পূজা চেরি বলেছেন, ‘বিয়ে করলেই তো সব শেষ। আগে নিজেকে সেটেল করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই, আর আমার কাছে মনে হয়- আমি এখনও সেটেল না। আরও অনেক দূর পাড়ি দিতে হবে, যেতে হবে অনেক দূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই আটকে গেলাম।’

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) রাতে মালয়েশিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে আলাপকালে তিনি একথা বলেন।

বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলের আয়োজনে মালয়েশিয়ায় বসন্ত উৎসবে যোগদান করার জন্য বর্তমানে কুয়ালালামপুরে রয়েছেন পূজা চেরি।

এদিন অভিনয়ের শুরুর গল্পটা সম্পর্কে জানতে চাইলে পূজা বলেন, ‘ছোটবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়ালগ দেখে আয়নার সামনে গিয়ে বার বার বলতাম। তখন আমার মা-বাবা বলতো, ও কিছু একটা হবে। তখন আসলে কেউই জানতো না যে আমি চলচ্চিত্রে কাজ করব। শৈশবটা ওই রকমই কেটেছে। আর কিশোরী হওয়ার পর তো শিশুশিল্পী হিসেবে জার্নিটা শুরু, আর এখন নায়িকা।’

এছাড়া সিনেমায় নায়িকা হওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি যতগুলো কাজ করেছি। প্রত্যেকটা কাজই আমার কাছে অনেক প্রিয়। তবে আলাদা করে বলতে গেলে পোড়ামন-২ এর কথা বলতে পারি। যখন ঘোষণা হয়েছে পোড়ামন-২ এ পূজা চেরি নায়িকা হবে। তখন সবার মনে একটা সংশয় তৈরি হয়, ও তো এখনও শিশুশিল্পী, ও কি নায়িকার অভিনয় করতে পারবে। কিংবা রোমান্টিক অভিনয় কি পারবে।