জানুয়ারি ৯, ২০২৫

বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫

বিয়ে করছেন ঋতাভরী চক্রবর্তী, জানা গেল পাত্রের পরিচয়

Rising Cumilla - Ritabhari Chakraborty And Sumit Arora
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও সুমিত অরোরা/ছবি: ফেসবুক

এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

এর আগে বেশকিছু দিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিলো অভিনেত্রীর। দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে জানায়, বড়দিনে টলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেয় সুমিত অরোরার। এবার সেই চর্চিত প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর।

জানা গেছে, বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ সিনেমার সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্‌হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও লিখেছেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব সিনেমাতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, কখনও লিখেছেন, ‘তুমি আমার হিরো’। প্রায়শই সুমিতের সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী। ভক্তরাও শুভেচ্ছা দেন দুজনকে।