
বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ২৫ ইস্ট বেঙ্গলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত বনলতা এক্সপ্রেসের বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় অস্ত্রসহ ৫জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন শহীদুল্লাহ কায়সার (৩২), মো. আবু হানিফ পলাশ (২২), নাজমুল হক (৫১), ইয়াজ উদ্দিন আহমেদ (৩৫) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৫৭)।
উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো যুক্তরাষ্ট্রের তৈরি সাতটি বিদেশি পিস্তল, ইতালির তৈরি পিস্তল একটি, ১৪টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি ও ৫ কেজি গানপাউডার।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম।
উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC