মে ২৫, ২০২৫

রবিবার ২৫ মে, ২০২৫

বিমানবন্দর থেকে ফেরার পথে কুমিল্লায় প্রবাসীর গাড়িতে ডাকাতি

Expatriate's car robbed in Comilla on way back from airport
ছবি: সংগৃহীত

গতকাল শনিবার (২৫ মে) গভীর রাতে কুমিল্লার বরুড়া উপজেলাধীন খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর গ্রামের প্রবাসী মো: খোরশেদ আলম ও তার পরিবার ডাকাতির শিকার হয়েছেন। এই ঘটনায় ডাকাতদের হামলায় খোরশেদ ও তার ছোট ভাই জহির গুরুতর আহত হয়েছেন।

এলাকা সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় যখন খোরশেদ তার ছোট ভাই জহিরকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন। ফেরার পথে, রাত আনুমানিক ১২টার দিকে মেঘনা টোল প্লাজার কাছাকাছি এলাকায় পৌঁছালে একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা অতর্কিতভাবে খোরশেদের গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। এ সময় ডাকাতদের এলোপাতাড়ি কোপে খোরশেদ ও জহির দুজনেই গুরুতর জখম হন। ডাকাতরা গাড়ির ভেতর থেকে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

আহত খোরশেদ ও জহিরকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, এই মর্মান্তিক ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আরও পড়ুন