
বৃহত্তর কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ‘কুমিল্লাকে কুমিল্লা নামেই’ বিভাগ ঘোষণা করতে হবে। এই দাবি এখন আর কোনো সাধারণ আবেদন নয়, বরং এটি কুমিল্লাবাসীর ন্যায্য অধিকার।
এই অধিকার আদায়ের লক্ষ্যে শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাই স্কুল মাঠে এক বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হকের সভাপতিত্বে এবং চিওড়া ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মো: হোসেন নয়নের সঞ্চালনায় সমাবেশে বক্তারা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৮৯ সাল থেকে কুমিল্লাবাসী প্রথম কুমিল্লাকে বিভাগ ঘোষণার জন্য দাবি জানিয়ে আসছে। দেশের পঞ্চম বিভাগ হিসেবে কুমিল্লাকে ‘কুমিল্লা নামেই’ বিভাগ ঘোষণার কথা ছিল। কিন্তু ‘কুচক্রি মহলের নানা ষড়যন্ত্র ও অপতৎপরতার কারণে’ তখন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হয়নি।
বক্তাদের অভিযোগ, বিগত সতেরো (১৭) বছর কুমিল্লায় প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করলেও কুমিল্লাকে বিভাগ বাস্তবায়নে তাদের কোনো কার্যকর ভূমিকা ছিল না।
বক্তারা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর কুমিল্লার সর্বস্তরের জনগণ বিভাগ বাস্তবায়নের জন্য টানা আন্দোলন সংগ্রাম কর্মসূচি পালন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি উপদেষ্টা পরিষদে কুমিল্লাকে বিভাগ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার মুহূর্তেও ‘অদৃশ্য কারণে’ এখন পর্যন্ত কুমিল্লাকে বিভাগ ঘোষণা দেয়া হচ্ছে না।
বক্তারা দৃঢ়তার সঙ্গে বলেন, বিভাগ হওয়ার মতো সকল যোগ্যতা কুমিল্লার আছে। তাই যত দ্রুত সম্ভব ‘কুমিল্লা নামেই’ বিভাগ ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই।
উপস্থিত ছিলেন যারা
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, স্বেচ্ছাসেবী সংগঠন পৌর মিতালী ক্লাবের সভাপতি মো: আবু মুসা, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, আপন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান, হিউমিনিটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রামের পরিচালক মো: শাকিল, নিরাপদ সড়ক আন্দোলনের মো: আরাফাত, চিওড়া ব্লাড ডোনেশনের উপদেষ্টা মো: আবুল হাশেম, গুনবতী ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ, কালিকাপুর ঐক্য পরিষদের মো: ফারুক, আস সালাম ফাউন্ডেশনের পরিচালক মো: মেহরাজ, স্বেচ্ছাসেবী সংগঠন নেতা সাব্বির, মিশু, মো: হাসান, মামুন প্রমুখ।
সমাবেশের পূর্বে আন্দোলনকারীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি বিশাল মিছিল বের করে বিভাগ ঘোষণার দাবিকে আরও জোরালো করে তোলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC