চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করলো কুমিল্লা জেলা দল। গতকাল সোমবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘খ’ জোনের শ্বাসরুদ্ধকর ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা।
পুরো ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭৫ মিনিটে মোহাম্মদ মামুনের করা একমাত্র গোলটি কুমিল্লার জয় নিশ্চিত করে। দুর্দান্ত গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মামুন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া তার হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে, গত ২৮ এপ্রিল রাঙামাটি জোন চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে নিজেদের স্থান পাকা করে কক্সবাজার জেলা।
ফলে, আগামী ১১ মে কক্সবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জমজমাট ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল – কক্সবাজার এবং কুমিল্লা।
উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল দুটি আলাদা জোনে বিভক্ত হয়ে গত ২৪ এপ্রিল এই মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এখন সকলের দৃষ্টি ফাইনালের দিকে, যেখানে মাঠের লড়াইয়ে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিতে প্রস্তুত কক্সবাজার ও কুমিল্লা। ফুটবলপ্রেমীরা এখন থেকেই ফাইনালের উত্তেজনা অনুভব করছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC