বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২৭ ডিসেম্বরের কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ দিন পিছিয়ে আসর শুরুর সময় নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। সেই সঙ্গে জানানো হয়েছে টুর্নামেন্টের ফাইনালের দিনও। ভোগান্তি কমাতে থাকছে অনলাইন টিকেট অর্থাৎ ই-টিকেট ব্যবস্থা।
বুধবার (৩০ অক্টোবর) রাতে বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। আসর শুরুর ও ফাইনালের সময় জানালেও ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড।
এর আগে বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিপিএলের সর্বোচ্চ রেকর্ডধারী চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেই এবারের আসরে।
পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে এবারের আসরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।
বিপিএলের প্রতি আসরে টিকিট ক্রয় করতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হয় ক্রিকেটপ্রেমীদের। বিসিবির দায়িত্ব নিয়েই সমর্থকদের ভোগান্তি কমানোর চেষ্টা করছেন ফারুক আহমেদ।
বোর্ড সভা শেষে বিসিবি নিশ্চিত করেছে এবারের মৌসুমে অনলাইন টিকেট অর্থাৎ ই-টিকেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তাতে করে ঘরে বসেই টিকেট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC