বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের টুর্নামেন্টও অংশ নিবে ৭টি ফ্র্যাঞ্চাইজি। তবে পরিবর্তন এসেছে তিনটি দলে।
গত বিপিএলের পরই জানা গিয়েছিল এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স! তাদের পরিবর্তে বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির নাম রাখা হয়েছে দুর্বার রাজশাহী।
এদিকে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের অধীনে এবারই প্রথম হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিপিএল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে বিসিবি সভাপতি।
রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের পর বিপিএলে অংশগ্রহণ করবে না আসরের সর্বাধিক শিরোপা জয়ী ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস। কুমিল্লা না থাকলেও ভাবনার কিছু নেই। একাধিক নতুন দল থাকবে বলে জানালেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।
এ প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে থাকছে না। অবশ্য কয়েক আসর আগে খেলা রাজশাহী ফিরছে। নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম। ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব। চট্টগ্রামের একটা পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরেছে। রাজশাহীর একটা দল খেলতে ইচ্ছা পোষণ করেছে। আমরা তিনটা দলকে নির্বাচন করেছি।’
আসন্ন বিপিএলে অংশগ্রহণ করা ৭টি দলের নাম একনজরে-
১. রংপর রাইডার্স (বসুন্ধরা গ্রুপ)
২. ফরচুন বরিশাল (ফরচুন গ্রুপ)
৩. খুলনা টাইগার্স (মাইন্ডট্রি লিমিটেড)
৪. সিলেট স্ট্রাইকার্স (ফিউচার স্পোর্টস)
৫. দুর্বার রাজশাহী (ভ্যালেন্টাইন গ্রুপ)
৬. ঢাকা নওয়াব (রিমার্ক হারল্যান্ড গ্রুপ)
৭. চিটাগং কিংস (এসকিউ স্পোর্টস)
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা, সবশেষ আসরেও খেলেছে ফাইনালে। শুরু হতে যাওয়া একাদশতম আসরে কুমিল্লার প্রতিনিধিত্বকারী কোনো দলই নেই এই টুর্নামেন্টে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC