বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং তাতে বেশ কয়েকটি নতুন ও পুরনো প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে।
বিপিএলের পুরনো তিনটি ফ্র্যাঞ্চাইজি— ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, এবং খুলনা টাইগার্স— তাদের ফ্র্যাঞ্চাইজি সত্ত্বা ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেছে এবং দরপত্রে অংশ নিয়েছে।
কুমিল্লা থেকে ফিরছে দল:
বিগত বছর বিপিএলে কুমিল্লা অঞ্চলের কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না, অথচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল অঞ্চলের সফলতম দল। আগামী ডিসেম্বরে সম্ভাব্য আসরের জন্য কুমিল্লা থেকে দল নিতে আগ্রহ দেখা গেছে। এসএস গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির নাম কুমিল্লা ফাইটার্স দিয়ে দরপত্র জমা দিয়েছে।
এদিকে বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন,রাজশাহী থেকে দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছে। চট্টগ্রাম থেকেও দরপত্র পেয়েছেন তারা।
৫ বছরের চুক্তিতে বিসিবি:
এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বিসিবি। অর্থাৎ, নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিগুলো ১২তম আসর থেকে শুরু করে ১৬তম আসর পর্যন্ত (টানা পাঁচ বছর) দল পরিচালনার সুযোগ পাবে। বিসিবির এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ফ্র্যাঞ্চাইজিগুলো যেন দীর্ঘ সময় নিয়ে খেলোয়াড় নির্বাচন, পরিকল্পনা, এবং মার্কেটিংয়ের কাজ করতে পারে।
এছাড়া বিপিএল যাতে সুষ্ঠুভাবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত হয়, সেজন্য আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি'র (ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ) সঙ্গে চার বছরের চুক্তি করছে বিসিবি। গভর্নিং কমিটির সূত্র মতে, ১২তম আসরের জন্য তাদের হাতে সময় কম থাকায় এটি হবে একটি আলাদা চুক্তি। এরপর টানা তিন বছরের জন্য হবে আরেকটি চুক্তি।
এর আগে বিসিবি এক বিজ্ঞপ্তিতে দেশের দশটি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজির দরপত্র আহ্বান করেছিল। এই দশটি অঞ্চল ছিল: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর, কুমিল্লা, নোয়াখালি ও ময়মনসিংহ। এর মধ্যে নোয়াখালি থেকেও দরপত্র জমা পড়েছে।
বিসিবি জানিয়েছে, এই প্রক্রিয়ায় অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বাছাই করা হবে। ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা, স্বচ্ছতা, খ্যাতি এবং লিগের কৌশল ও লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC