বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে আসরটিতে বিতর্কের সূত্রপাত হলো পারিশ্রমিক নিয়ে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্ধারিত সময়ে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটার অভিষেক মিত্র শুক্রবার (১২ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে পাওনা টাকা না দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, “আমার গত বছরের বিপিএলের বকেয়া পরিশোধ করেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আমরা আমাদের ভবিষ্যত এবং অর্থের জন্য খেলি। কিন্তু তাদের মতো দল খেলোয়াড়দের টাকা দেয় না এবং দিনের পর দিন সেটি নিয়ে কালক্ষেপণ করে।”
তিনি আরও যোগ করেন, “বেশিরভাগ খেলোয়াড়ই এ বিষয়ে কোনো কথা বলেন না। আমি দলটির বর্তমান অপারেশন ম্যানেজারের কাছে এই বিষয়ে জানতে চেয়েছি। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আবারও একটি নতুন তারিখ দেন। বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যিই দুঃখজনক এবং খারাপ।”
তবে এ বিষয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনো কোনো মন্তব্য করেনি।
আগামী ১৯ জানুয়ারি বিপিএলের দশম আসর মাঠে গড়াচ্ছে। সাত দলের এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ সংখ্যা ৪৬টি। ডিআরএস ছাড়াও এবার অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার হচ্ছে এই আসরে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC