দীর্ঘ আলোচনা ও যাচাই-বাছাই প্রক্রিয়ার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনার দায়িত্ব একটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি আগামী তিন মৌসুমের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
এর আগে বিসিবি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছিল, যার মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করে। একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভায় চূড়ান্তভাবে আইএমজিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও আগামী বছরের শুরুতেই বিপিএল মাঠে গড়ানোর সম্ভাবনা আছে, তবে আসন্ন জাতীয় নির্বাচনের কারণে সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সিলেট থেকে গণমাধ্যমকে জানান, "মিটিংয়ে আমরা অনেক আলোচনা করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।"
তবে সোমবারের বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়। আসন্ন বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই কোম্পানি, যারা এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এও কাজ করেছে।
আইএমজি তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেও, এই চুক্তি বাবদ তারা কত টাকা পাবে বা বিসিবিকে কত টাকা দিতে হবে, সেই আর্থিকR বিষয়গুলো এখনও প্রকাশ করা হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC