বৃহস্পতিবার ৭ আগস্ট, ২০২৫

বিনামূল্যে টাইফয়েড টিকার ক্যাম্পেইন শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর, কারা পাবে এই টিকা?

প্রতীকি ছবি/সংগৃহীত

টাইফয়েড রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকার আগামী ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) প্রদান শুরু করতে যাচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এই টিকার আওতায় আসবে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই টিকাটি শুধুমাত্র একটি ডোজের (০.৫ মি.লি) মাধ্যমে ইনজেকশন হিসেবে দেওয়া হবে। ৯ মাস থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিশু এই টিকা নেওয়ার যোগ্য।

কোথায় এবং কীভাবে টিকা দেওয়া হবে?

  • স্কুলে পড়ুয়া শিশুরা তারা তাদের নিজ নিজ স্কুলেই এই টিকা নিতে পারবে।
  • অন্যান্য শিশুদের জন্য তাদের নিকটস্থ EPI টিকাদান কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

টিকা নেওয়ার জন্য যা যা প্রয়োজন:

  • টিকা দেওয়ার সময় শিশুর ১৭-ডিজিটের জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে।
  • যাদের এখনও ডিজিটাল জন্মনিবন্ধন নেই, তাদের দ্রুত জন্মনিবন্ধন করিয়ে নিতে বলা হয়েছে।
  • টিকা গ্রহণের জন্য https://vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

বিশেষ নির্দেশনা:

  • যাদের HPV টিকার জন্য আগে রেজিস্ট্রেশন করা ছিল তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তারা শুধু তাদের পূর্বের অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করতে পারবে। মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • যারা নতুন রেজিস্ট্রেশন করবেন প্রথমে তাদের একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন