খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে আগামী ২০ এপ্রিল। একই দিনে ২০২৫ সালের এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে বিভিন্ন মহলের বিতর্কের মুখে ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন সূচি প্রকাশ করেছে।
বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত রুটিন প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী, ২০ এপ্রিলের গণিত পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে। রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ মে। ১০ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
জানা গেছে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এছাড়া মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
নতুন সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা এখন ২১ এপ্রিল গণিত পরীক্ষায় অংশগ্রহণ করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC