
রাইজিং কুমিল্লা অনলাইন
"প্রাণী নির্যাতন বন্ধ করি" এবং "তাদের প্রতি যত্নশীল হই" — এই শ্লোগানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিড়ালের চোখ উপড়ে ফেলাসহ অন্যান্য প্রাণী নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় পূবলী চত্বরে প্রাণীভিত্তিক সংগঠন ‘‘ক্যাটস হোম বিড়ালের বাড়ি”-এর উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
ক্যাটস হোম বিড়ালের বাড়ি-এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ সাইফ উদ্দিন রনী-এর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন পেশা ও স্তরের মানুষ সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রোটারিয়ান আবদুল্লাহীল বাকী, ভেট আসিফ মাহমুদ, ডা. সুমন,, সাংবাদিক আশিকুর রহমান আশিক, শাহ ইমরান, সাইফুল ইসলাম সজিব, রাসেল আহমেদ।
এছাড়াও প্রাণী প্রেমী আলভী নূর, তানিয়া আক্তার মৌসুমী, আরেফীন মীম-সহ আরও অনেকে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেওয়ার নৃশংস ঘটনাসহ দেশের নানা প্রান্তে চলমান প্রাণী নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা অবিলম্বে এই সকল ঘটনার দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান। একই সাথে, দেশের সকল প্রাণীর জন্য নিরাপদে বসবাসের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC