
রাইজিং স্পোর্টস
মহান বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ প্রীতি ম্যাচ। প্রতিবছরের মতো এবারও কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর উদ্যোগে মাঠে নামবেন সাবেক ক্রিকেটাররা। পাশাপাশি একই দিন বিকেলে জাতীয় দলের ক্রিকেটাররাও দুই দলে ভাগ হয়ে লড়াই করবেন।
কোয়াব শুক্রবার (৫ ডিসেম্বর) দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে। দলগুলোর নাম রাখা হয়েছে— অদম্য এবং অপরাজেয়।
বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেবেন অদম্যকে। স্কোয়াডে রয়েছেন আরও—হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।
অপরাজেয়কে নেতৃত্ব দেবেন জাতীয় দলের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দলে রয়েছেন—পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
বিজয় দিবসের এই প্রীতি ম্যাচে মাঠে নামা ক্রিকেটারদের উপস্থিতি ক্রিকেটভক্তদের জন্য বাড়তি আনন্দ যোগ করবে। তরুণ তারকা থেকে অভিজ্ঞ খেলোয়াড়— সবাইকে এক ফ্রেমে দেখা যাবে এই উৎসবমুখর দিনে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC