শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি এবং মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে আজ কুমিল্লায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের মোট ২০ জন শিক্ষার্থী অংশ নেন।
কর্মশালার শুরুতে বিএসটিআই, কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ শিক্ষার্থীদের সামনে বিএসটিআই-এর বিস্তৃত কর্মপরিধি তুলে ধরেন। তিনি মান নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত মান যাচাই এবং ভোক্তা অধিকার সুরক্ষায় বিএসটিআই-এর ভূমিকার গুরুত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
এরপর শিক্ষার্থীরা বিএসটিআই, কুমিল্লা অফিসের অত্যাধুনিক রসায়ন ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, মেট্রোলজি ল্যাব এবং পদার্থ পরীক্ষণ ল্যাব পরিদর্শনের সুযোগ পান। ল্যাবগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নিজ নিজ ল্যাবের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিতভাবে অবহিত করেন।
এসময় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষণ তাৎক্ষণিকভাবে প্রদর্শন করা হয়, যা শিক্ষার্থীদের বিএসটিআই-এর পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভে সহায়তা করে। শিক্ষার্থীরা হাতে-কলমে এই প্রক্রিয়াগুলো দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং বিভিন্ন প্রশ্ন করে তাদের কৌতূহল নিবারণ করেন।
এই ধরনের ফলপ্রসূ কর্মশালা আয়োজনের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিএসটিআই কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে অফিস প্রধান মহোদয় শিক্ষার্থীদের আগ্রহের সাথে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিএসটিআই-এর মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC