বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ছাত্রশিবিরকে দায়ী করে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে শনিবার (২০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, বিএনপির স্বনির্ভর-বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দাবি করেন, “বুয়েট ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে।” ছাত্রশিবিরের মতে, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
নেতৃবৃন্দ বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
আদালতের রায়েও তা প্রমাণিত হয়েছে। অথচ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও পরিকল্পিত উদ্দেশ্যে নিলুফার চৌধুরী মনি এই ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করছেন।
ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, “ফ্যাসিস্ট শাসনামলে” গত ১৬ বছরে সংগঠনটির ১০১ জন সদস্য নিহত হয়েছেন এবং ২০ হাজারের বেশি মামলায় গ্রেফতার করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। তাদের দাবি, ছাত্রলীগ সনাতন ধর্মাবলম্বী বিশ্বজিৎসহ বহু মানুষকে হত্যা ও নির্যাতন করেছে, যা গণমাধ্যমে প্রমাণিত।
বিবৃতিতে বলা হয়, বিএনপি নেত্রীর এই বক্তব্য আসলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সীমাহীন অপরাধকে আড়াল করার প্রয়াস এবং ছাত্রশিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্টের ষড়যন্ত্র।
নেতারা নিলুফার চৌধুরী মনিকে অবিলম্বে এই “অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত” বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে আহ্বান জানান, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC