
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
১২ মার্চ ২০২৫ (মঙ্গলবার) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।