কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপি কর্মী সিদ্দিকুর রহমান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মৎস্যজীবী লীগ নেতা লোকমান হোসেন হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামসুদ্দিন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত লোকমান হোসেন হাজারী (৪৮) ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর হাজারী বাড়ির মৃত দুধ মিয়ার ছেলে। সে মালাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ আগস্ট (শুক্রবার) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় সালিশ বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা। এ সময় কুপিয়ে হত্যা করা হয় বিএনপি কর্মী সিদ্দিকুর রহমানকে (৪৫)। তিনি একই গ্রামের মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে।
ঘটনার পর নিহতের পরিবার ৬৮ জনের নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করে, ওই মামলায় মৎস্যজীবী লীগ নেতা লোকমান হোসেন হাজারী ৩নং এজাহার নামীয় আসামি।
স্থানীয়রা জানান, লোকমান হোসেন হাজারী একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করতেন। এলাকাবাসী ও নিহতের পরিবার তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “লোকমান হোসেন হাজারী দেবিদ্বার থানার একটি হত্যা মামলার আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC