সোমবার ১ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর আন্দন র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

Former Comilla City Mayor Monirul Haque Sakku's rally on BNP's 47th founding anniversary
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর আন্দন র‍্যালি/ছবি: বাহার উদ্দিন রায়হান/সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড থেকে ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালিতে নেতাকর্মীরা উচ্ছ্বসিত স্লোগান ও পতাকা হাতে নিয়ে মিছিল করেন, যা উৎসবে রূপ নেয়। এই আনন্দ র‍্যালির মাধ্যমে মনিরুল হক সাক্কু সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় সংহতি ও ঐক্যবদ্ধতার বার্তা তুলে ধরেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা সাবেক মেয়র সাক্কুর নানুয়া দিঘির বাসভবন প্রাঙ্গনে আলোচনা সভায় যোগদেন।

আলোচনা সভায় মেয়র সাক্কু নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বক্তব্য রাখেন।

আরও পড়ুন