বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড থেকে ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সরেজমিনে দেখা যায়, সোমবার দুপুর ১২টার দিতে নিজের বাসভবন সংলগ্ন নগরের নানুয়ার দিঘীরপাড় এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মনিরুল হকের উদ্যোগে প্রথমে আলোচনা সভা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা শেষে মনিরুল হকের নেতৃত্বে নানুয়ার দীঘিরপাড় থেকে বের হওয়া শোভাযাত্রাটি নগরের ছাতিপট্টি, রাজগঞ্জ, মনোহরপুর, কান্দিরপাড় যায়। সেখান থেকে জিলা স্কুল সড়ক, সার্কিট হাউস মোড়, মোগলটুলী, রাজগঞ্জ ও ছাতিপট্টি হয়ে আবার নানুয়ার দীঘির পাড়ে এসে শেষ হয়।
এই পুরো আয়োজনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসন (কুমিল্লা আদর্শ সদর-সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসন) থেকে অংশ নেওয়ার বার্তা তুলে ধরেন সাবেক এই মেয়র।
আলোচনা সভায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক জানান, বিএনপি দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এ দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনও আপস করেননি। তিনি দীর্ঘ দিন কারাবরণ করেছেন কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।
তিমি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কুমিল্লার সব কর্মসূচি পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC