আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হিসেবে শীর্ষ আলোচনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সরাইল উপজেলা সদরে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা জুনায়েদ আল হাবিব। এসময় জোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী (১৮ অক্টোবর) আমাদের জমিয়তে উলামায়ে ইসলামের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমরা কাদের সঙ্গে জোটে যাবো। তবে বিএনপির সঙ্গে জোট হলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন ইনশাআল্লাহ আমি পাবো।
মাওলানা জুনায়েদ আল হাবিব আরও বলেন, উলামায়ে কেরাম ৪ দলীয় জোটে ছিলো, ২০ দলীয় জোটে ও ছিলো। ২০১৮ সালের নির্বাচনে ২০ দলীয় জোট আমাকে এই আসন থেকে মনোনয়ন দিতে চেয়েছিল, তবে প্রয়াত আব্দুস সাত্তার ভূঁইয়া আমাকে অনুরোধ জানানোর কারণে আমি মুরুব্বি হিসেবে তার সম্মানার্থে ছাড় দিয়েছি।
এদিকে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জুনায়েদ আল হাবিবের নাম ঘোষণা না হলেও সরাইল-আশুগঞ্জের রাজনীতিতে এ গুঞ্জন চলছে দীর্ঘদিন যাবত। এ নিয়ে তৃণমূলে চলছে মিশ্র প্রতিক্রিয়া। ইতিমধ্যেই জোটের প্রার্থীকে সমর্থন না দিতে দলের হাইকমান্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপির ৮ মনোনয়ন প্রত্যাশী। তবে অন্যদিকে তৃণমূলের অনেকে'র দাবি দলের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে মেনে নিতে প্রস্তুত তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC