
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার হেলিপ্যাড মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপি’র আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, সদর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শোয়াইব খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মোস্তফা জামান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন।
সম্মেলন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আক্কাসকে সভাপতি এবং মৌকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মিজানুর রহমান মজুমদার এবং পেরিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু সায়েম মজুমদার শিপু সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র নতুন কমিটিতে সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নকে আহ্বায়ক এবং ডা. বাহারকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
একই সাথে, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার এবং লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।










