মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

বিএনপির জাকির হোসেনের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে আমির হামজা

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Amir Hamza in election fight with BNP's Zakir Hossain
বিএনপির জাকির হোসেনের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে আমির হামজা/ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার ৪টি আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে সবচেয়ে আলোচিত আসন হলো কুষ্টিয়া-৩ (সদর), যেখানে দলটির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

তিনি এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুফতি আমির হামজাও এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়াসহ অন্যান্য জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুষ্টিয়া জেলায় বিএনপির মনোনয়ন পাওয়া অন্য প্রার্থীরা হলেন:

কুষ্টিয়া-১: রেজা আহম্মেদ

কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী

কুষ্টিয়া-৩ (সদর): প্রকৌশলী জাকির হোসেন সরকার

কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমি

এই ৪ জন প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন