
আগামী দ্বাদশ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও ২ দিন শুক্রবার (২৯ ডিসেম্বর) ও শনিবার (৩০ ডিসেম্বর) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচির সময় বাড়ানোর তথ্যটি জানান।
রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির তিনদিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির সময় বাড়ানো হয়েছে। এটি আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, তিন দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। কর্মসূচি পালনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রিজভী।









